Agastya Yatra : Mythology behind Agastya Yatra : অগস্ত্যযাত্রা || পৌরাণিক কাহিনী

 অগস্ত্যযাত্রা (Agastya Yatra) প্রবাদটির পিছনে পৌরাণিক কাহিনীঃ 

 প্রতি মাসের প্রথম দিনটি কোনো শুভ যাত্রার জন্য অশুভ। দিনটিকে অগস্ত্যযাত্রা বলা হয়। এর পিছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে।

অগস্ত্য ছিলেন মিত্রবরুণের পুত্র। কথিত আছে, একবার সকল মুণিঋষিগণ মহাদেবের দর্শনার্থে কৈলাসে গমন করেন। ফলে ধরিত্রীর উত্তরভাগে অতিরিক্ত চাপের কারণে পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত হয়। তাই অগস্ত্য দক্ষিনদিকে যাত্রা করেন। তিনিই প্রথম ঋষি যিনি দক্ষিনে যাত্রা করেছিলেন। মনে করা হয়, অগস্ত্যই দক্ষিন ভারতে আয়ুর্বেদ প্রচলন করেছিলেন।

অপর একটি কাহিনী হলঃ ভারতের মধ্যভাগে সুউচ্চ, অতিসুন্দর এক পর্বত ছিল, নাম বিন্ধ্য। বিন্ধ্যপর্বতের গুরু ছিলেন অগস্ত্য।  সূর্য সুমেরু পর্বতকে প্রদক্ষিন করে জেনে বিন্ধ্য ইচ্ছা প্রকাশ করলেন, এখন থেকে সুমেরু নয়, সূর্য যেন তাকে প্রদক্ষিন করে। বিন্ধ্যপর্বতের এই দম্ভ চূর্ণ করতে অগস্ত্য দক্ষিনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দক্ষিনযাত্রা কালে অগস্ত্য যখন বিন্ধ্য পাদদেশে এলেন, তখন গুরুকে দেখে বিন্ধ্য প্রণাম করলেন। গুরু বললেন, তিনি দক্ষিন দিকে যাত্রা করছেন, কিন্তু বিন্ধ্যের উচ্চতার কারণে তিনি তা অতিক্রম করতে পারছেন না। গুরুর এই অভিযোগ শুনে বিন্ধ্য তার মস্তক নামিয়ে গুরুর যাত্রাপথ সুগম করলেন। বিন্ধ্য অতিক্রম করে গুরু আদেশ দিলেন, ফিরে না অবধি বিন্ধ্য যেন নতমস্তকে অবস্থান করে। কিন্তু অগস্ত্য দক্ষিন থেকে আর ফিরলেন না। সেই থেকে গুরুর আদেশ পালন করে বিন্ধ্য নতমস্তকে অবস্থান করছে।

বিন্ধ্য অতিক্রম করে অগস্ত্য দক্ষিনে যাত্রা করেছিলেন ১লা ভাদ্র। সে কারণে ১লা ভাদ্র দিনটি অগস্ত্য যাত্রা নামে পরিচিত হয়। পরবর্তীকালে যেকোনো মাসের প্রথম দিন 'অগস্ত্যযাত্রা' নামে পরিচিত হয়।


Comments

Popular Stories on this blog

Chandravati Ramayana চন্দ্রাবতী রামায়ণ

গ্রীসের দেবদেবী: পর্ব ১ আদিম দেবতা

কৌশিকী অমাবস্যায় জানুন দেবী কৌশিকী আসলে কে? kaushiki amavashya | Goddess Kaushiki