রামাপ্পা মন্দির এক অনন্য কারণে বিশ্বে একমাত্র মন্দির
তেলেঙ্গনা রাজ্যের মুলুগু জেলার পালামপেত গ্রামে রয়েছে ৮০৮ বছরের পুরানো এক মন্দির যা রামাপ্পা মন্দির নামে খ্যাত। অসাধারণ স্থাপত্যের নিদর্শন বহনকারী এই মন্দিরটি সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ২৫শে জুলাই ২০২১ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এই মন্দিরটি 'কাকতীয় রুদ্রেশ্বর (রামাপ্পা) মন্দির, তেলেঙ্গনা' নামে অন্তর্ভুক্ত হয়েছে।
 |
রামাপ্পা মন্দির, তেলেঙ্গনা |
দক্ষিন ভারতের কাকতীয় রাজবংশের শাসক গণপতি দেবের শাসনকালে তার সেনাপতি রেচার্লা রুদ্র এই মন্দির নির্মান করান ১২১৩ সালে। লালচে বালি পাথর দিয়ে বানানো এই মন্দিরের ভাস্কর্য অবাক করে তোলে। মন্দিরের সাথে থাকা মূর্তিগুলি বানানো হয়েছে কালো গ্রানাইট বা ব্যাসাল্ট শিলা খোদাই করে।
মন্দিরের শিখর নির্মান হয়েছে ইট দিয়ে। আর এই ইটেই রয়েছে কাকতীয় শিল্পকলার চরম দক্ষতার পরিচয়। ইটগুলি এমন পদ্ধতিতে বানানো হত যে সেগুলি খুবই হালকা হত, এতটাই হালকা যে সেগুলি জলে ভাসত।
 |
রামলিঙ্গম বা রুদ্রেশ্বর শিব, রামাপ্পা মন্দির |
মন্দিরে মূল আরাধ্য দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। রামাপ্পা মন্দিরে শিব, রামলিঙ্গম রূপে পূজিত হন।
 |
গ্রানাইট পাথরের মূর্তি |
এতো অসাধারনত্বের পরেও এই মন্দির একটি বিশেষ কারণে ভারতে একমাত্র; শুধু ভারতে নয়, সম্ভবত বিশ্বে একমাত্র মন্দির। মন্দিরটি যে কারণে একমাত্র, সেই কারণটি লুকিয়ে আছে তার নামে। কাকতীয়
 |
লালচে বালি পাথরের স্থাপত্য |
রাজা গণপতি দেবের আমলে এই মন্দিরটি যিনি প্রায় ৪০ বছরের চেষ্টায় নির্মান করছিলেন সেই স্থপতির নাম ছিল রামাপ্পা। তাই এই মন্দিরই একমাত্র মন্দির যার নামকরণ মন্দিরের আরাধ্য দেবতা বা কোনো রাজার নামে হয়নি, নামকরণ হয়েছে তার
 |
শিখরদেশ বিশেষ হালকা ইটের নির্মিত |
স্থপতির নামে। যার হাতে তিলে তিলে মন্দির তার মনমুগ্ধকারী রূপ পেয়েছে, সেই স্থপতির নামে স্থাপত্যের নামাঙ্করণের মাধ্যমে শিল্পীকে যথোপযুক্ত সন্মান দানের নজির ইতিহাসে নেই!
Very informative.
ReplyDelete