গ্রীসের দেবদেবী: পর্ব ১ আদিম দেবতা



ভারতের পুরাণকাহিনির মতই গ্রীস দেশের মাইথোলজিতে রয়েছেন অনেক বীর দেবতা এবং দেবী। গ্রীক মিথলজির দেবদেবীদের কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। আজ আপনাদের বলব গ্রীক দেবতাদের আদিমতম (primordial) অর্থাৎ প্রথম প্রজন্মের কথা। প্রথম প্রজন্মের দেবতা এবং আমাদের প্রাচীন বৈদিক দেবতাদের মধ্যে একটা বিশেষ মিল রয়েছে। আমাদের প্রাচীন যুগ অর্থাৎ বৈদিক সময়ে যেমন প্রকৃতি বিষয়ক দেবতা ছিলেন [যেমন ইন্দ্র (বজ্র/আকাশ), বায়ু, অগ্নি, বরুণ (জল)], তেমনি গ্রীক পুরাণের আদিম দেবতারাও ছিলেন প্রকৃতি সম্বন্ধীয়। 

সকল গ্রীক দেবদেবীর মধ্যে প্রথম সৃষ্টি হয়েছিলেন 'ক্যাওস' (Khaos/chaos)। ইনি ছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের শূন্যতা বা বায়ুমন্ডল। 

এর পর সৃষ্টি হলেন দেবমাতা গাইয়া (Gaia) বা পৃথিবী। কেউ বলেন ইনি ক্যাওস থেকে জন্মেছিলেন। আবার কেউ বলেন ইনি স্বয়ম্ভূ অর্থাৎ নিজেই নিজেকে সৃষ্টি করেছেন ঠিক যেমন আমাদের ব্রহ্মা। এই দেবী ছিলেন গ্রীক মিথলজির বিখ্যাত দেবতাদের জননী। ধরিত্রী মায়ের সন্তানদের নিয়ে পরে বলছি। 

এর পর জন্ম নিলেন টারটারাস Tartarus। টারটারাস হলেন পৃথিবীর গহ্বরে জ্বলতে থাকা নরক। এখানেই অপরাধীদের বন্দী রেখে নরকযন্ত্রণা ভোগ করানো হত। টারটারাস এবং গাইয়া'র এক রাক্ষস পুত্র জন্মায়। তার নাম টাইফন Typhon। 

টারটারাসের পর জন্ম নিয়েছিলেন এরস Eros। ইনি প্রাণ সৃষ্টির আদিমতম রূপ। এরস নামে আর এক দেবতা রয়েছে গ্রীক পুরাণে। তিনি সৌন্দর্যের দেবী অ্যাফ্রোদিতির পুত্র এবং প্রেমের দেবতা। 

এবার ক্যাওস থেকে জন্ম নিল নিক্স Nyx অর্থাৎ রাতের দেবী এবং ইরিবস Erebos অর্থাৎ অন্ধকারের দেবতা।  

নিক্স ও ইরিবস-এর দুই সন্তান ছিল- ইথার Aether অর্থাৎ আলোর দেবতা এবং হেমেরা Hemera অর্থাৎ দিনের দেবী। 

এবার বলি, গাইয়া বা ধরত্রী মাতার সন্তানদের কথা। ওউরিয়া বা Ourea অর্থাৎ পাহাড়পর্বতসমূহ, পন্টাস Pontus অর্থাৎ সমুদ্র ছিলেন ধরিত্রীর পুত্র। পন্টাস ও গাইয়ার এক সন্তান ছিলেন ইউরিবিয়া Eurybia অর্থাৎ সমুদ্রের ভয়ংকর স্রোত। 


এছাড়াও গাইয়া'র সবচেয়ে বিখ্যাত পুত্র ছিলেন ইউরেনাস Urenus অর্থাৎ আকাশ। তিনি গাইয়া'র পুত্র এবং স্বামী -দুইই ছিলেন। গাইয়া এবং ইউরেনাসের ৬ পুত্র এবং ৬ কন্যা ছিল। এরা হলেন ক্রোনাস, ওশানাস, আইপেটাস, হাইপেরিয়ন, ক্রিয়াস, কোয়েস, রিয়া, টেথিস, থিয়া, ফোবি, থেমিস এবং মেনোসিন।এই বারোজন টাইটান নামে পরিচিত। এদের নিয়ে বিস্তারে পরের পর্বে বলব।

 

এছাড়াও ছিলেন তিনজন হেকাটনকেরেস Hecatoncheires বা  শতহাত যুক্ত দৈত্য পুত্র৷ এরা হলেন কোটাস Cottus (the furious), ব্রিয়ারিয়াস বা এগন Briareus (or Aegaeon, the sea goat) এবং গায়েস Gyges (or Gyes, the long-limbed)। 

এরা ছাড়াও গাইয়া এবং ইউরেনাসের আরো তিন সন্তান ছিলেন। এরা হলেন সাইক্লোপস বা Cyclopes।  এরা ছিল এক চোখ বিশিষ্ট দৈত্য। এদের নাম ছিল ব্রন্তেস, স্টেরোপেস, আরগেস (Brontes, Steropes, and Arges)। পরবর্তীকালে এরাই দেবতাদের প্রধান জিউসকে তার অস্ত্র বজ্র বানিয়ে দেন। 

 


Comments

Popular Stories on this blog

Ramayan Written by Lady Poet : Chandravati Ramayan চন্দ্রাবতী এবং প্রথম মহিলা কবির লেখা বাংলা রামায়ণ "চন্দ্রাবতী রামায়ণ"

গ্রীক মিথলজি গল্প: পার্সিফোনি এবং হেডেস

ভারতীয় পুরাণে রয়েছে মানব বিবর্তনের কাহিনী