Laxmi & Lakme: Story behind the name Lakme


থিয়োডর প্যাভি-র লেখা কাহিনী "লেস বাবউচেস দু ব্রাহামানে" ( "Les babouches du Brahamane" by Théodore Pavie) অবলম্বনে ১৮৮১-৮২ সালে ফরাসী অপেরার একটি কাহিনী (Libretto) লিখলেন  এডমন্ড গন্ডিনেট এবং ফিলিপ গিল (Edmond Gondinet and Philippe Gille)।  ১৪ই এপ্রিল ১৮৮৩ সালে সেই অপেরাটি প্রথমবারের জন্য প্যারিসে প্রদর্শিত হয়। অপেরাটির নামটি আজ আমাদের সকলের অতি পরিচিত, তবে নামটি অন্য কারণে বিখ্যাত হয়ে আছে। আজকে  সেই অপেরার নাম নিয়ে কিছু কথা বলতে চলেছি। অপেরার নামটি এখনি বলছি না। তার আগে আর একটি কাহিনী বলি।

১৯৫০এর দশকের ভারতবর্ষ।  স্বাধীন ভারতের তখনকার প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু মহাশয়। তার নজরে একটি বিষয় এল। ভারতীয় মহিলাদের জন্য প্রসাধনী সামগ্রীর জন্য কোনো দেশীয় কোম্পানী ছিল না, বিদেশী সংস্থার সামগ্রী গুলোর উপর দেশের মহিলারা নির্ভরশীল ছিলেন। তিনি চাইলেন, এই ব্যাপারে কোনো দেশীয় উদ্যোগপতি এগিয়ে আসুক, এমন এক সংস্থা বানানো হোক, যারা এদেশের নারীদের জন্য প্রসাধন সামগ্রী প্রস্তুত করবে। জওহরলাল নেহেরু মহাশয় ব্যক্তিগতভাবে অনুরোধ জানালেন জে আর ডি টাটাকে। কারণ, দেশের স্বার্থে তাঁর আগ্রহ সর্বজনবিদিত। নেহেরুজীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন জে আর ডি টাটা। ১৯৫২ সালে টাটা ওয়েল মিল একটি কোম্পানী গঠন করল। কোম্পানীর নাম রাখা হল ১৮৮১ সালের সেই অপেরাটির নাম অনুসারে। অপেরা এবং টাটার সেই কোম্পানীর নামটি হল - #ল্যাকমে (Lakmé)। 
 
১৮৮১ সালের অপেরাই বলুন আর জে আর ডি টাটার প্রসাধনী কোম্পানী- ল্যাকমে কথাটি কিন্তু এসেছে "লক্ষ্মী" থেকে। হ্যাঁ! ধন-ঐশ্বর্য-সৌভাগ্যের দেবী মাতা লক্ষ্মী। ফরাসী ভাষায় লক্ষ্মীকে ল্যাকমে বলা হত। জে আর ডি টাটা সম্ভবত দুটি কারণে ল্যাকমে নামটি বেছে নেন- ভারতীয় নারীদের দেবী লক্ষ্মীর সাথে তুলনা করা হয়, সেকথা মাথায় রেখে এই নামকরণ করা হয়। দ্বিতীয়ত, লক্ষ্মী না রেখে ল্যাকমে রাখা হয় যাতে কোম্পানীর নাম অনেকটা বিদেশী সংস্থা শুনতে লাগে। 

Watch this story on YouTube



কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে আজকের কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ। 🙏

©Prasenjit Adak

সেই সাথে ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন, সাবস্ক্রাইব করে নিন www.youtube.com/KNOWLEDGETREEIndia

Comments

Popular Stories on this blog

Brahma & Saraswati : Relation Explained! ব্রহ্মা-সরস্বতীঃ কেন পিতা কন্যাকে বিবাহ করেছিলেন?

একই দেহে মাতা-পিতা ( Mother & Father both are one person)

গ্রীক মিথলজি গল্প: পার্সিফোনি এবং হেডেস