গ্রীসের দেবদেবী: পর্ব ১ আদিম দেবতা
ভারতের পুরাণকাহিনির মতই গ্রীস দেশের মাইথোলজিতে রয়েছেন অনেক বীর দেবতা এবং দেবী। গ্রীক মিথলজির দেবদেবীদের কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। আজ আপনাদের বলব গ্রীক দেবতাদের আদিমতম (primordial) অর্থাৎ প্রথম প্রজন্মের কথা। প্রথম প্রজন্মের দেবতা এবং আমাদের প্রাচীন বৈদিক দেবতাদের মধ্যে একটা বিশেষ মিল রয়েছে। আমাদের প্রাচীন যুগ অর্থাৎ বৈদিক সময়ে যেমন প্রকৃতি বিষয়ক দেবতা ছিলেন [যেমন ইন্দ্র (বজ্র/আকাশ), বায়ু, অগ্নি, বরুণ (জল)], তেমনি গ্রীক পুরাণের আদিম দেবতারাও ছিলেন প্রকৃতি সম্বন্ধীয়। সকল গ্রীক দেবদেবীর মধ্যে প্রথম সৃষ্টি হয়েছিলেন 'ক্যাওস' (Khaos/chaos)। ইনি ছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের শূন্যতা বা বায়ুমন্ডল। এর পর সৃষ্টি হলেন দেবমাতা গাইয়া (Gaia) বা পৃথিবী। কেউ বলেন ইনি ক্যাওস থেকে জন্মেছিলেন। আবার কেউ বলেন ইনি স্বয়ম্ভূ অর্থাৎ নিজেই নিজেকে সৃষ্টি করেছেন ঠিক যেমন আমাদের ব্রহ্মা। এই দেবী ছিলেন গ্রীক মিথলজির বিখ্যাত দেবতাদের জননী। ধরিত্রী মায়ের সন্তানদের নিয়ে পরে বলছি। এর পর জন্ম নিলেন টারটারাস Tartarus। টারটারাস হলেন পৃথিবীর গহ্বরে জ্বলতে থাকা নরক। এখানেই অপরাধীদের বন্দী রেখে নরকযন্ত্রণা ভোগ ক...