Posts

LATEST MYTHOLOGICAL STORY

কৌশিকী অমাবস্যায় জানুন দেবী কৌশিকী আসলে কে? kaushiki amavashya | Goddess Kaushiki

Image
 #দেবী_কৌশিকী_কে? মার্কন্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্যম অংশে (যা শ্রী শ্রী চন্ডী নামে পরিচিত) দেবী আদ্যাশক্তি মহামায়ার মা কৌশিকী অবতারে শুম্ভনিশুম্ভ বধের কাহিনী উল্লেখ আছে। কৌশিকী অর্থাৎ কোষ থেকে জন্ম যার। কিভাবে এই রূপের সৃষ্টি হল, জেনে নেওয়া যাক অতি সংক্ষেপে।   সকল শক্তির আধার, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর যার অধীন, লক্ষ লক্ষ আদি অন্তহীন বিশ্বব্রহ্মাণ্ড যার নিয়ন্ত্রণাধীন, সেই সর্ব শক্তিমান দেবী মহামায়া   তিন রূপে অবতীর্ণ হয়েছেন। মহালক্ষ্মী রূপে মহিষাসুরকে বধ করেন, মহাকালী রূপে মধুকৈটভকে বধ করেন এবং মহাসরস্বতী রূপে শুম্ভনিশুম্ভকে বধ করেন। মহাসরস্বতী রূপটির নাম কৌশিকী। শুম্ভনিশুম্ভ নামে দুই অসুর ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন, কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না। মা পার্বতীর দেহ থেকে জন্ম যে নারীর রূপ তাদের মুগ্ধ করবে, সেই নারীই পারবে তাদের বধ করতে। এই বর পেয়ে অসীম শক্তিশালী দুই অসুর ত্রিভুবনে ভীষ্ম অত্যাচার শুরু করল।  ঘটনাক্রমে একদিন মা পার্বতী ও বাবা মহেশ্বর কৈলাসে বসে কথোপকথনে ব্যস্ত। কথার ফাঁকে মহাদেব মায়ের দেহের কৃষ্ণ বর্ণ নিয়ে ঠাট্টা করে ফেললেন। স্বামীর মুখে এমন কথা দেবীকে মর্মাহত করল।

বোতান দোরো: জাপানের ভূতের গল্প

Image
 🏮#রাতের_লন্ঠন [জাপানের বিখ্যাত লোককথা 'বোতান দোরো' (Botan Dōrō এর কাহিনী অবলম্বনে] একদা জাপানের এক শহরে ওগিয়ারা শিনোজো নামে এক সামুরাই যোদ্ধা ছিল। তার বীরত্বের খ্যাতি জাপানে ছড়িয়ে পড়েছিল। এত বিখ্যাত, নাম, প্রতিপত্তি থাকা সত্ত্বেও তার মনে সুখ ছিল না। বিবাহের কয়েক বছরের মধ্যেই এক কঠিন রোগে তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যু হয়। সেই শোকযন্ত্রনা সর্বদা বহন করে বেড়াতো সে। এই ভাবে দিন কাটছিল তার। একবার অবন মাসে সেই সামুরাই তার গ্রামের দেশে এল। সেই গ্রামেই ছিল তার মা-বাবা এবং পূর্বপুরুষের সমাধি। অবন মাসে নাকি স্বর্গ থেকে মৃত পূর্বপুরুষের আত্মা পৃথিবীতে নেমে আসে। তাদের আত্মার শান্তি কামনায় সেই সামুরাই গ্রামে নানা পূজা আয়োজন করল যাতে পূর্বপুরুষের আত্মা আবার স্বর্গে ফিরে যেতে পারে৷ সারা দিন নানা প্রার্থনা-রীতি রেওয়াজ সেরে সন্ধ্যা বেলায় ওগিয়ারা ঘরে বসে একটু বিশ্রাম নিচ্ছিল। বাইরে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। ঠিক এমন সময় দরজায় ঠকঠক শব্দ হল। "এই অসময়ে কে এল?" ভাবতে ভাবতে দরজা খুলল সেই সামুরাই। দেখল, এক যুবতী নারী দরজার ওপারে দাঁড়িয়ে। পরণে বেশ দামী পোশাক।  পাশে লন্ঠন হাতে দাঁড়িয়ে তার চাকরান

হাওড়ায় তিরুপতি বালাজী ভেঙ্কটেশ্বর মন্দির | Tirupati Balaji Venkateshwar Temple at Howrah

Image
  হাওড়ায় শালিমার রেল স্টেশনের ঠিক পাশেই রয়েছে হাওড়ায় তিরুপতি বালাজী ভেঙ্কটেশ্বর মন্দির। আসুন, ঘুরে দেখি এই মন্দির।

How Mohan Das became Mahatma Gandhi: The Beginning

Image
  It was 1891. After successfully studying law in London, Mohandas Karamchand Gandhi returned to India. After returning to India, he tried to enter the legal profession. Despite many attempts, there was not much success. At that time, in British South Africa, Abdullah Haji Adam Jafari was a very famous businessman. He was known as Baba Abdullah and his company was known as "Baba Abdullah & Co". But he was not at peace because of business disputes. Once the dispute reached the court. Baba Abdullah faced difficulties to contest his case in Court. He was a resident of Gujarat. But he was not very proficient in English. As a result, He had to struggle to explain his case before the British Judge. So, he was looking for a lawyer who could explain business disputes in his own language and who would answer questions in court about those disputes in English, and then he found Mohandas. Mohandas was Gujarati. He studied law from London. So he thought Mohandas was the right person

Chandrayaan 3 & The Moon God

Image
   August 23, 2023. It is 4 minutes past 6 pm. This was a proud moment for the Indiana all over the world. India's Chandrayaan 3's Lander Vikram successfully landed on the South Pole of the Moon. India became first country to reach on the extreme southern part of the Moon. Eight million people watched the live telecast on the official Youtube channel of Indian Space Research Organization (ISRO). This is also a world record. Most numbers of people watched live stream on Youtube. Let's talk about mythology on the moon. Real image of Moon captured from  Vikram Lander of Chandrayaan 3. Like the sun, the moon has been given the status of deity all over the world since ancient times. In most of the countries Sun is considered as male but in different countries Moon is recognized as male and female in some countries. For example, the moon is referred to as the goddess Selene in Greek mythology or as the goddess Luna in Roman mythology. Again the Greek goddess Artemis or the Roman